কি করলে মানহানি মামলা হয়? | Defamation Lawsuit

কোন ব্যক্তি অন্য ব্যক্তির বিরুদ্ধে তার সুনাম বা খ্যাতি নষ্ট করার উদ্দেশ্যে বা এমন হবে জেনেও উদ্দেশ্যমূলক শব্দাবলী বা চিহ্ন বা প্রতীকের সাহায্যে কোন ব্যক্তি সম্পর্কে এমনভাবে কোন কিছু প্রচার বা প্রণয়ন বা প্রকাশ করে, তাহলে ওই ব্যক্তির মানহানি করেছে বলে ধরে নেয়া হয়; যা দন্ডবিধি ১৮৬০ এর ৪৯৯ ধারা অনুসারে। তবে জনকল্যাণের স্বার্থে সত্য বক্তব মানহানি হবে না। মানহানির শাস্তিঃ দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ড।

ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৯ ধারা অনুসারে মানহানির মামলায় আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য প্রমাণিত হলে অভিযুক্ত ব্যক্তিকে ৩ বছরের কারাদণ্ড বা ৫ লক্ষ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড দেওয়া হতে পারে এবং অভিযুক্ত ব্যক্তি যদি পুনরায় একই অপরাধ করে, তাহলে তাকে ৫ বছরের কারাদন্ড বা ১০ লক্ষ টাকা জরিমানা বা উভয় দণ্ড দেওয়া যেতে পারে। ➨ আইন সম্পর্কিত আর্টিকেল পড়তে ভিজিট করুনঃ https://article.legalfist.com ➨জয়েন করুন ফেসবুক গ্রুপেঃ https://www.facebook.com/groups/legalfist ➨ ই-মেইলঃ tanbir@legalfist.com

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন