সম্পত্তির দখল পুনরুদ্ধারে সুনির্দিষ্ট প্রতিকারঃ পর্ব ০২

 জমির মালিক আপনি, দখল ও আপনার ছিল অথবা দখল ছিল না কিন্তু দলিল সূত্রে বা খতিয়ান সূত্রে উক্ত জমির মালিকানা থাকা সত্ত্বেও আপনাকে দখলচ্যুত করা হল বা যে কোনভাবেই হোক আপনি দখল হারিয়ে ফেলেছেন অর্থাৎ বেদখল করা হয়েছে আপনাকে। সেই ক্ষেত্রে আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ধারা এবং ৪২ ধারার মাধ্যমে জমির দখল পুনরুদ্ধার করতে পারেন। তাছাড়া যারা সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারায় দখল পুনরুদ্ধার করতে ব্যর্থ হয়েছেন তামাদির কারণে তারা ও সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ধারায় মামলা দায়ের করে সম্পত্তির দখল পুনরুদ্ধার করতে পারেন। সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ এবং ৪২ ধারায় যৌথভাবে মামলা করার মূল উদ্দেশ্য হচ্ছে, দখল পুনরুদ্ধারের অধিকার দেওয়া হয়েছে ৮ ধারায় আর ৪২ ধারায় সেই অনুপাতে ঘোষণামূলক মামলা করার কথা বলা হয়েছে। তাই ৮ ধারায় মামলা করতে হলে সাথে ৪২ ধারা অবশ্য সংযুক্ত করতে হবে পাশাপাশি এটাও মনে রাখতে হবে এই মামলা করার ক্ষেত্রে যত ধরনের অধিকার বা পাওনা রয়েছে সবগুলোই এই মামলায় সংযুক্ত করতে হবে। অন্যথায় কোন অধিকার বা পাওনা যদি ছেড়ে দেওয়া হয় সেটা পরবর্তীতে দাবি করা যাবে না।

➨ আইন সম্পর্কিত আর্টিকেল পড়তে ভিজিট করুনঃ https://article.legalfist.com ➨ জয়েন করুন ফেসবুক গ্রুপেঃ https://www.facebook.com/groups/legalfist ➨ প্রয়োজনে ই-মেইল করুনঃ tanbir@legalfist.com 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন