জমি ক্রয়ের পূর্বে ক্রেতার করণীয় - পর্ব ১১

 মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, মন্দির যেকোনো সামাজিক কার্যক্রম বা ধর্মীয় কার্যক্রমে কোন সম্পত্তি যদি দান করে দেওয়া হয়, তাহলে সেটিকে ওয়াকফের মাধ্যমে সম্পন্ন করা হয়ে থাকে। ওয়াকফ সম্পত্তি কখনো কখনো প্রয়োজনের তাগিদে বিক্রি করার প্রয়োজন হতে পারে। সাধারণত অবস্থার পরিপেক্ষিতে একটি সম্পত্তি বিক্রি করে অন্য কোন জায়গায় ওয়াকফের জন্য সম্পত্তি ক্রয় করার প্রচলন রয়েছে। সেক্ষেত্রে সেটা অবশ্যই ওয়াকফ বোর্ডের পারমিশনের প্রয়োজন রয়েছে; পাশাপাশি আরো কিছু কার্যবিধি অনুসরণ করতে হয়। তাই আপনি যদি কোনো সম্পত্তি ক্রয় করতে গিয়ে দেখে থাকেন সেটি ওয়াকফ সম্পত্তি তাহলে আপনাকে শুধুমাত্র সম্পত্তির কাগজপত্র দেখলে হবে না, পাশাপাশি ওই সম্পত্তি বিক্রি করার জন্য ওয়াকফ কমিটি এবং পাশাপাশি ওয়াকফ বোর্ডের পারমিশন রয়েছে কি-না, সে বিষয়টি চেক করে তারপর সম্পত্তি ক্রয় করা উচিত।


➨ আইন সম্পর্কিত আর্টিকেল পড়তে ভিজিট করুনঃ https://article.legalfist.com
➨জয়েন করুন ফেসবুক গ্রুপেঃ https://www.facebook.com/groups/legalfist
➨ প্রয়োজনে ই-মেইল করুনঃ tanbir@legalfist.com

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন