জমি ক্রয়ের পূর্বে ক্রেতার করণীয় - পর্ব ১০

প্রিয়েমশন হচ্ছে এমন একটি অধিকার, যে অধিকার বলে আপনি আপনার পাশের জমি, আপনার ভাই-বোনের জমি এককথায় আপনার আশেপাশে যে সম্পত্তি রয়েছে সে সম্পত্তি আগে ক্রয় করার অধিকার। এখন আপনি ক্রেতা হিসেবে কারো সম্পত্তি ক্রয় করার সময় আপনাকে এটাও মাথায় রাখতে হবে যে, ওই বিক্রেতার ভাই-বোন বা তার আশেপাশে যেসব প্রতিবেশী রয়েছে তাদেরও কিন্তু অগ্রক্রয় বা প্রি এমশনের অধিকার রয়েছে। আপনি বিক্রেতার কাছ থেকে সম্পত্তি ক্রয় করার আগে কেউই উক্ত সম্পত্তি ক্রয় করতে ইচ্ছুক কিনা সেটা আপনি জানার চেষ্টা করবেন। অন্যথায় সম্পত্তি ক্রয় করার পরে প্রি এমশন মামলার মাধ্যমে ওই সম্পত্তি আপনার কাছ থেকে আবার ফেরত নিয়ে নেওয়া যেতে পারে। যদিও ক্ষতিপূরণসহ আপনার টাকা ফেরত পাবেন তারপরেও জমি নিয়ে আপনার যদি কোন স্বপ্ন থেকে থাকে স্বপ্ন ভঙ্গের জন্য কিন্তু আপনি বিনিময়ে কিছুই পাবেন না।

➨ আইন সম্পর্কিত আর্টিকেল পড়তে ভিজিট করুনঃ https://article.legalfist.com
➨জয়েন করুন ফেসবুক গ্রুপেঃ https://www.facebook.com/groups/legalfist
➨ প্রয়োজনে ই-মেইল করুনঃ tanbir@legalfist.com

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন