প্রিয়েমশন হচ্ছে এমন একটি অধিকার, যে অধিকার বলে আপনি আপনার পাশের জমি, আপনার ভাই-বোনের জমি এককথায় আপনার আশেপাশে যে সম্পত্তি রয়েছে সে সম্পত্তি আগে ক্রয় করার অধিকার। এখন আপনি ক্রেতা হিসেবে কারো সম্পত্তি ক্রয় করার সময় আপনাকে এটাও মাথায় রাখতে হবে যে, ওই বিক্রেতার ভাই-বোন বা তার আশেপাশে যেসব প্রতিবেশী রয়েছে তাদেরও কিন্তু অগ্রক্রয় বা প্রি এমশনের অধিকার রয়েছে। আপনি বিক্রেতার কাছ থেকে সম্পত্তি ক্রয় করার আগে কেউই উক্ত সম্পত্তি ক্রয় করতে ইচ্ছুক কিনা সেটা আপনি জানার চেষ্টা করবেন। অন্যথায় সম্পত্তি ক্রয় করার পরে প্রি এমশন মামলার মাধ্যমে ওই সম্পত্তি আপনার কাছ থেকে আবার ফেরত নিয়ে নেওয়া যেতে পারে। যদিও ক্ষতিপূরণসহ আপনার টাকা ফেরত পাবেন তারপরেও জমি নিয়ে আপনার যদি কোন স্বপ্ন থেকে থাকে স্বপ্ন ভঙ্গের জন্য কিন্তু আপনি বিনিময়ে কিছুই পাবেন না।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
-
ব্যক্তি জীবনে কোন একটি বিষয়ে যখন পরিবর্তন করা হয় এবং সেটি সকলের অবগতির জন্য ঘোষণা দেওয়ার প্রয়োজন পড়ে, তখন যে লিখিত ডকুমেন্টের মাধ্যমে স...
-
জমির মালিক আপনি, দখল ও আপনার ছিল অথবা দখল ছিল না কিন্তু দলিল সূত্রে বা খতিয়ান সূত্রে উক্ত জমির মালিকানা থাকা সত্ত্বেও আপনাকে দখলচ্যুত করা...
-
মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, মন্দির যেকোনো সামাজিক কার্যক্রম বা ধর্মীয় কার্যক্রমে কোন সম্পত্তি যদি দান করে দেওয়া হয়, তাহলে সেটিকে ওয়া...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন