জমি ক্রয়ের পূর্বে ক্রেতার করণীয় - পর্ব ০৯

 নাবালকের সম্পত্তি যেমন আদালতের পারমিশন নিয়ে(পিতা ব্যতীত) অভিভাবক বিক্রি করতে পারে ঠিক তেমনি কোন ব্যক্তি অসুস্থ থাকার কারণে বা দেশে অবস্থান না করার কারণে বা অন্য যেকোনো কারণে কোনো ব্যক্তিকে যদি পাওয়ার অফ এটর্নি বা আমমোক্তারনামার মাধ্যমে পাওয়ার দিয়ে থাকে, সে ক্ষেত্রে সেই ব্যক্তি প্রকৃত মালিকের অনুপস্থিতিতে আপনার কাছে সম্পত্তি বিক্রি করতে পারবে। সেক্ষেত্রে জমির অন্য সকল কাগজপত্রের পাশাপাশি আপনাকে এটাও দেখতে হবে যে পাওয়ার অফ এটর্নি দলিলের মধ্যে পাওয়ার গ্রহীতাকে পাওয়ার দাতা সম্পত্তি বিক্রি করার ক্ষমতা দিয়েছে কিনা। পাওয়ার অফ এটর্নি দলিল মানেই কিন্তু জমি বিক্রির পাওয়ার দেওয়া নয়। জমি বিক্রি বা হস্তান্তর করার কথা উল্লেখ করতে হবে, অন্যথায় শুধু রক্ষণাবেক্ষণ বা দেখভাল করার জন্যও কেবল পাওয়ার অফ এটর্নি দলিল করা হয়ে থাকে।

➨ আইন সম্পর্কিত আর্টিকেল পড়তে ভিজিট করুনঃ https://article.legalfist.com ➨জয়েন করুন ফেসবুক গ্রুপেঃ https://www.facebook.com/groups/legalfist ➨ প্রয়োজনে ই-মেইল করুনঃ tanbir@legalfist.com

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন