সম্পত্তির দখল পুনরুদ্ধারে সুনির্দিষ্ট প্রতিকারঃ পর্ব ০৩

 জমি নিয়ে বিরোধ যেসব সময় শুধু মাত্র সাধারণ জনগণের সাথে সাধারণ জনগণের হয়ে থাকে তা কিন্তু নয়। কখনো কখনো সরাসরি সরকারের সাথেও বিরোধ হয়ে থাকে। সরকারের বিরুদ্ধে জমি নিয়ে সবচেয়ে যে মামলাটি হয়ে থাকে সেটি হচ্ছে রেকর্ড সংশোধনের মামলা। ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে অজস্র মামলা রয়েছে যেখানে স্বয়ং সরকার বিবাদী। খতিয়ানের ভিত্তিতে মালিকানা নিয়ে যেকোন ধরনের বিরোধ হলে সরকারের বিরুদ্ধে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল অথবা সাধারণ দেওয়ানি আদালতে মামলা করা যায়। কিন্তু সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারায় যে মামলার বিধান রয়েছে সেই অনুসারে মামলা করা যাবে না। সরকার যদি কখনো দখলচ্যুত করে আপনাকে আইন বহির্ভূত উপায়ে এবং আপনার অসম্মতিতে সেক্ষেত্রে আপনাকে মামলা করতে হবে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ এবং ৪২ ধারায়। মাথায় রাখতে হবে কখনোই সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারায় সরকারের বিরুদ্ধে মামলা করা যাবে না; এটি আইন দ্বারাই বারিত।

➨ আইন সম্পর্কিত আর্টিকেল পড়তে ভিজিট করুনঃ https://article.legalfist.com ➨ জয়েন করুন ফেসবুক গ্রুপেঃ https://www.facebook.com/groups/legalfist ➨ প্রয়োজনে ই-মেইল করুনঃ tanbir@legalfist.com

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন