দখল পুনরুদ্ধার বলতে এই পর্বে আমরা আলোচনা করব যে ক্ষেত্রে আপনার শুধুমাত্র দখল রয়েছে৷ মালিকানা থাকতেও পারে, নাও থাকতে পারে; এই ক্ষেত্রে মালিকানা প্রমাণ করার কোন প্রয়োজন নেই। শুধুমাত্র আপনি দখলে ছিলেন, আপনাকে আইন বহির্ভূত উপায় এবং আপনার অসম্মতিতে আপনাকে দখলচ্যুত করা হয়েছে - এতোটুকু প্রমান করলেই সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারায় মামলা করে আপনি দখল পুনরুদ্ধার করতে পারবেন। এই ক্ষেত্রে আপনি সরকার ব্যতীত বাকি সকলের বিরুদ্ধে মামলা করতে পারবেন; এমনকি ভাড়াটিয়াও বাড়িওয়ালার বিরুদ্ধে এই ধারায় মামলা করতে পারবেন৷
➨ আইন সম্পর্কিত আর্টিকেল পড়তে ভিজিট করুনঃ https://article.legalfist.com
➨ জয়েন করুন ফেসবুক গ্রুপেঃ https://www.facebook.com/groups/legalfist
➨ প্রয়োজনে ই-মেইল করুনঃ tanbir@legalfist.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন