তালাকের পর সন্তানের দায়িত্ব ও ভরণপোষণ | Child Custody After Divorce in BD

 সাধারণত একটি সন্তানের অভিভাবকত্ব মা বাবা দুইজন মিলে উপভোগ করে থাকে। বাবা মা যেকোনো একজনের মৃত্যুর পর বাকিজন সন্তানের অভিভাবকত্ব নিয়ে থাকেন। কিন্তু, যখন বাবা মায়ের মধ্যে ডিভোর্স বা তালাক বা বিচ্ছেদ হয়ে যায়, তখন সন্তানের অভিভাবকত্ব নিয়ে সমস্যা দেখা দেয়। পৃথিবীর সকল মানুষ স্বামী স্ত্রী হিসেবে যত খারাপই হোক না কেন, বাবা মা হিসেবে পৃথিবীর কোন বাবা মা কখনোই খারাপ হয় না। তাই বাবা মা দুইজনই তালাকের পরও সন্তানের অভিভাবকত্ব নিয়ে কাড়াকাড়ি করতে থাকে। কিন্তু, মুসলিম আইন অনুসারে তালাক বা বিচ্ছেদের পর ছেলে সন্তান ৭ বছর বয়স পর্যন্ত এবং মেয়ে সন্তান সাবালিকা হওয়া পর্যন্ত মায়ের কাছে থাকতে পারবে। কিন্তু, ছেলে ৭ পার করার পর এবং মেয়ে সাবালিকা হওয়ার পর বাবার কাছে চলে যাবে। অর্থাৎ বাবার অভিভাবকত্ব ছেলের বয়স ৭ হওয়ার পর আর মেয়ে সাবালিকা হওয়ার পর। তবে কিছু ব্যতিক্রম রয়েছে, তা জানতে পুরো ভিডিওটি দেখতে পারেন।

➨ আইন সম্পর্কিত আর্টিকেল পড়তে ভিজিট করুনঃ https://article.legalfist.com ➨জয়েন করুন ফেসবুক গ্রুপেঃ https://www.facebook.com/groups/legalfist ➨ ই-মেইলঃ tanbir@legalfist.com

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন