উত্তরাধিকার আইন সকল ধর্মের জন্য তাদের নিজ নিজ ধর্ম অনুসারে পালন করা হয়। মুসলিম ধর্মাবলম্বীদের জন্য মুসলিম আইন অনুসারে আর হিন্দু ধর্মাবলম্বীদের জন্য হিন্দু আইন অনুসারে। হিন্দু আইনের উত্তরাধিকার আবার দুই ভাগে বিভক্ত, মিতাক্ষরা আর দায়ভাগ। আমাদের বাংলাদেশে দায়ভাগ অনুসরণ করা হয়। দায়ভাগ অনুসারে মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তি নিম্নে বর্ণিত ৫৩ জনের যে ক্রম দেওয়া হয়েছে, সেই ক্রম অনুসারেই বণ্টন করা হয়। তবে, নারীরা শুধুমাত্র জীবনস্বত্ব হিসেবে সম্পত্তি ভোগদখল করতে পারে, পুরোপুরি মালিকানা অর্জন করতে পারে না, যার ফলে তারা উক্ত সম্পত্তি বিক্রি বা হস্তান্তর করতে পারে না। নিম্নে ৫৩ জনের ক্রম দেওয়া হলঃ
১। ছেলে ২। ছেলের ছেলে ৩। ছেলের ছেলের ছেলে ৪। স্ত্রী, ছেলের স্ত্রী, ছেলের ছেলের স্ত্রী, ছেলের ছেলের ছেলের স্ত্রী ৫। মেয়ে ৬। মেয়ের ছেলে ৭। বাবা ৮। মা ৯। ভাই, সহোদর ভাই না থাকলে বৈমাত্রেয় ভাই ১০। ভাইয়ের ছেলে, সহোদর ভাই না থাকলে বৈমাত্রেয় ভাইয়ের ছেলে ১১। ভাইয়ের ছেলের ছেলে, সহোদর ভাই না থাকলে বৈমাত্রেয় ভাইয়ের ছেলের ছেলে ১২। বোনের ছেলে ১৩। বাবার বাবা ১৪। বাবার মা ১৫। বাবার ভাই ১৬। বাবার ভাইয়ের ছেলে ১৭। বাবার ভাইয়ের ছেলের ছেলে ১৮। বাবার বোনের ছেলে ১৯। বাবার বাবার বাবা ২০। বাবার বাবার মা ২১। বাবার বাবার ভাই ২২। বাবার বাবার ভাইয়ের ছেলে ২৩। বাবার বাবার ভাইয়ের ছেলের ছেলে ২৪। বাবার পিসির ছেলে ২৫। ছেলের মেয়ের ছেলে ২৬। ছেলের ছেলের মেয়ের ছেলে ২৭। ভাইয়ের মেয়ের ছেলে ২৮। ভাইয়ের ছেলের মেয়ের ছেলে ২৯। চাচার মেয়ের ছেলে ৩০। চাচার ছেলের মেয়ের ছেলে ৩১। বাবার চাচার মেয়ের ছেলে ৩২। বাবার চাচার ছেলের মেয়ের ছেলে ৩৩। মায়ের বাবা (নানা) ৩৪। মায়ের ভাই (মামা) ৩৫। মায়ের ভাইয়ের ছেলে (মামায়ের ছেলে) ৩৬। মায়ের ভাইয়ের ছেলের ছেলে (মামায়ের ছেলের ছেলে) ৩৭। মায়ের বোনের ছেলে (মাসির ছেলে) ৩৮। মায়ের বাবার বাবা ৩৯। মায়ের বাবার ভাই ৪০। মায়ের বাবার ভাইয়ের ছেলে ৪১। মায়ের বাবার ভাইয়ের ছেলের ছেলে ৪২। মায়ের বাবার বোনের ছেলের ছেলে ৪৩। মায়ের বাবার বাবার বাবা ৪৪। মায়ের বাবার বাবার ভাই ৪৫। মায়ের বাবার বাবার ভাইয়ের ছেলে ৪৬। মায়ের বাবার বাবার ভাইয়ের ছেলের ছেলে ৪৭। মায়ের বাবার বাবার বোনের ছেলে ৪৮। মায়ের ভাইয়ের মেয়ের ছেলে ৪৯। মায়ের ভাইয়ের ছেলের মেয়ের ছেলে ৫০। মায়ের বাবার ভাইয়ের মেয়ের ছেলে ৫১। মায়ের বাবার ভাইয়ের ছেলের মেয়ের ছেলে ৫২। মায়ের বাবার বাবার ভাইয়ের মেয়ের ছেলে ৫৩। মায়ের বাবার বাবার ভাইয়ের ছেলের মেয়ের ছেলে ➨ আইন সম্পর্কিত আর্টিকেল পড়তে ভিজিট করুনঃ https://article.legalfist.com ➨জয়েন করুন ফেসবুক গ্রুপেঃ https://www.facebook.com/groups/legalfist ➨ প্রয়োজনে ই-মেইল করুনঃ tanbir@legalfist.com
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
-
চীন, রাশিয়ার মতো যেসব দেশে সমাজতন্ত্র চর্চা করা হয় সেসব দেশে একটা নির্দিষ্ট পরিমাণ সম্পত্তির বেশী মালিক কেউ হতে পারে না। এই আর্টিকেলে আমরা স...
-
মৃত স্ত্রীর সম্পত্তিতে স্বামীর উত্তরাধিকার হচ্ছে দুই শর্তে। প্রথমত, যদি উক্ত স্ত্রীর কোন সন্তান থাকে তাহলে স্বামী পাবে ১/৪ অংশ বা ২৫%। দ্ব...
-
ব্যক্তি জীবনে কোন একটি বিষয়ে যখন পরিবর্তন করা হয় এবং সেটি সকলের অবগতির জন্য ঘোষণা দেওয়ার প্রয়োজন পড়ে, তখন যে লিখিত ডকুমেন্টের মাধ্যমে স...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন