জমি ক্রয়ের পূর্বে ক্রেতার করণীয় - পর্ব ০৩

 আগাম জামিনের মতো কিন্তু আগাম নামজারি বলে কোন বিষয় নেই। এটা জাস্ট বুঝানোর স্বার্থে এবং মনে রাখার জন্য একটা কৌশল। জমি ক্রয় করার পর নামজারি করার জন্য আবেদন করা হয়। কিন্তু, এই ক্ষেত্রে আপনি জমি ক্রয়ের পূর্বে যদি ভূমি অফিসে গিয়ে ঐ জমির দলিল, খতিয়ান নিয়ে বর্তমান মালিকের নাম রয়েছে কিনা সেটা যাচাই করে নিজ নামে নামজারি করাতে পারবেন কিনা সেটা যাচাই করে নিতে পারেন। এটা অনেকটা ট্রায়াল রুমের মত, প্যান্ট কিনে বাসায় গিয়ে দেখলেন কোমরে হচ্ছে না, তার চেয়ে ভালো ট্রায়াল রুমে পরে দেখবেন কোমরে ঠিক মতো হয় কিনা। তেমনি, আগাম নামজারির কনসেপ্টটা হচ্ছে, আপনি জমি কিনে পরে নামজারি করাতে পারবেন কিনা সেটা আগেই যাচাই করে নেওয়া।

➨ আইন সম্পর্কিত আর্টিকেল পড়তে ভিজিট করুনঃ https://article.legalfist.com ➨জয়েন করুন ফেসবুক গ্রুপেঃ https://www.facebook.com/groups/legalfist ➨ প্রয়োজনে ই-মেইল করুনঃ tanbir@legalfist.com

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন