জমি ক্রয়ের পূর্বে ক্রেতার করণীয় - পর্ব ০৬

বাংলাদেশে মোট মামলা-মোকদ্দমার ৮০ শতাংশেরও বেশি মামলা হচ্ছে সিভিল বা দেওয়ানী প্রকৃতির। আবার সিভিল মামলার প্রায় ৪ ভাগের ৩ ভাগ মামলাই হয়ে থাকে জমিজমা নিয়ে। আমার কাছে সঠিক পরিসংখ্যান নেই, ঠিক কয়টি জমির মধ্যে কয়টি জমির নিয়ে মামলা-মোকদ্দমা চলছে; তবে এটা বলতে পারি যে, হিসাব করে দেখলে দেশে প্রায় অর্ধেক জমির মধ্যে হয় কাগজপত্র সমস্যা আছে বা দখলে সমস্যা রয়েছে অথবা মামলা-মোকদ্দমা রয়েছে।

আপনি টাকা দিয়ে জমি কিনে ওই জমিতে বাড়ি করতে চান বা ব্যবসা-বাণিজ্য প্রতিষ্ঠা করতে চান অথবা কৃষি কাজ করতে চান, সেখানে যদি আপনি জমি কেনার টাকা দিয়ে মামলা ক্রয় করে নেন তাহলে সেটা আপনার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। টাকা দিয়ে জমি কেনার পরিবর্তে মামলা কিনতে চান, তাহলে তো যাচাই-বাছাই দরকার নেই; আর যদি টাকা দিয়ে শুধু জমি কিনতে চান, ফ্রিতে মামলা পেতে না চান, সেক্ষেত্রে আপনাকে খোঁজখবর নিয়ে তারপর জমি কেনা উচিত।
➨ আইন সম্পর্কিত আর্টিকেল পড়তে ভিজিট করুনঃ https://article.legalfist.com
➨জয়েন করুন ফেসবুক গ্রুপেঃ https://www.facebook.com/groups/legalfist
➨ প্রয়োজনে ই-মেইল করুনঃ tanbir@legalfist.com

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন