বেনামী সম্পত্তিঃ কি, কেন, কিভাবে?

যদিও একটা সময় আমাদের দেশে বেনামী সম্পত্তি ক্রয়ের প্রচলন ছিল যার ফলে একজন প্রবাসী যদি বিদেশ থেকে তার বাবা, ভাই-বোন বা স্ত্রীকে টাকা পাঠাত এবং উক্ত বাবা, ভাই-বোন বা স্ত্রী যদি তাদের নিজের নামে সম্পত্তি ক্রয় করত সে ক্ষেত্রে প্রবাসী দেশে ফিরে এসে উক্ত বেনামী সম্পত্তি নিজের টাকায় ক্রয় করা হয়েছে দাবি করে উক্ত সম্পত্তি ফেরত পাওয়ার দাবি করতে পারত। কিন্তু, Land Reform Ordinance 1984 বা ভূমি সংস্কার অধ্যাদেশ ১৯৮৪জারি হওয়ার পর থেকে এখন আর কেউ বেনামী সম্পত্তি ক্রয় করতে পারে না। যার ফলে আপনার টাকা দিয়ে অন্য কেউ যদি জমি ক্রয় করলে বা আপনি অন্য কাউকে দিয়ে জমি ক্রয় করালে, সেক্ষেত্রে পরবর্তীতে আপনি ওই জমি আপনার বলে দাবি করতে পারবেন না। এখন থেকে দলিলে যে গ্রহীতা, সেই হচ্ছে প্রকৃত মালিক।

➨ আইন সম্পর্কিত আর্টিকেল পড়তে ভিজিট করুনঃ https://article.legalfist.com
➨জয়েন করুন ফেসবুক গ্রুপেঃ https://www.facebook.com/groups/legalfist
➨ প্রয়োজনে ই-মেইল করুনঃ tanbir@legalfist.com

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন