সম্পত্তি উইল করা বলতে কি বোঝায়?

 আপনার মৃত্যুর পর পৃথিবীতে কি হবে না হবে তা তো আপনি জানবেন না, কিন্তু আপনি যদি আপনার সম্পত্তি কার কাছে যাবে তা জীবিত অবস্থায় নির্ধারণ করে যেতে চান তাহলে উইল করতে পারেন। যদিও মুসলিম আইন অনুসারে একজন ব্যক্তি তার সম্পত্তির সর্বোচ্চ এক তৃতীয়াংশ সম্পদ উইল করে যেতে পারেন। উইল তিনি চাইলে মৃত্যুর আগে বাতিল বা পরিবর্তন করতে পারবেন। একজন ব্যক্তি কাউকে উইল করে দেওয়ার পর উইল গ্রহীতা সেটা জানার পর যদি উইল দাতাকে হত্যা করে তাহলে উইল গ্রহীতা ঐ উইল মূলে কোন সম্পত্তি পাবে না। আবার, উইল গ্রহীতা যদি ধর্ম ত্যাগ করে তাহলেও তিনি সম্পত্তি থেকে বঞ্চিত হবেন। তাছাড়া উইল করার সময় বাকি ওয়ারিশদের তা জানিয়ে এবং সম্মতি নিয়েই করা শ্রেয়, কেননা না হলে পরবর্তীতে বাকি ওয়ারিশরা উক্ত উইলকে জালিয়াতি করে করা হয়েছে মর্মে মামলা করে বাতিল করার মত জটিলতা তৈরি করতে পারে।


➨ আইন সম্পর্কিত আর্টিকেল পড়তে ভিজিট করুনঃ https://article.legalfist.com
➨জয়েন করুন ফেসবুক গ্রুপেঃ https://www.facebook.com/groups/legalfist
➨ প্রয়োজনে ই-মেইল করুনঃ tanbir@legalfist.com

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন