স্বামীর সম্পত্তিতে স্ত্রীর এবং স্ত্রীর সম্পত্তিতে স্বামীর অধিকার

 স্ত্রীর বর্তমানে স্বামী মারা গেলে স্ত্রীকে বলা হয় বিধবা আর স্বামীর বর্তমানে স্ত্রী মারা গেলে স্বামীকে বলা হয় বিপত্নীক। এই বিধবা নারী এবং বিপত্নীক স্বামীর রয়েছে তাদের মৃত জীবনসঙ্গিনীর সম্পত্তিতে অধিকার। এই ক্ষেত্রে মনে রাখার সবচেয়ে সহজ শর্টকাট হচ্ছে, স্বামী স্ত্রীর তুলনায় দ্বিগুণ পেয়ে থাকে। সন্তান থাকলে স্ত্রী পায় ১/৮ অংশ, আর স্বামী পায় ১/৪ অংশ; অন্যদিকে সন্তান না থাকলে স্ত্রী পায় ১/৪ অংশ যেখানে স্বামী পায় ১/২ অংশ। একটাই শুধু ব্যতিক্রম যে, একজন নারী/ বিধবার একই সাথে দুইজন স্বামী থাকতে পারে না কিন্তু স্বামীর যেহেতু একই সাথে একাধিক স্ত্রী থাকতে পারে, তাই স্বামীর অধিকার কারো সাথে শেয়ার করা না লাগলেও স্ত্রী যদি একাধিক হয় তাহলে তাদের উক্ত ১/৮ বা ১/৪ অংশটি নিজেদের মধ্যে বণ্টন করে নিতে হয়।


➨ আইন সম্পর্কিত আর্টিকেল পড়তে ভিজিট করুনঃ https://article.legalfist.com
➨জয়েন করুন ফেসবুক গ্রুপেঃ https://www.facebook.com/groups/legalfist
➨ প্রয়োজনে ই-মেইল করুনঃ tanbir@legalfist.com

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন