যদি কোনো ভাই অবিবাহিত অবস্থায় মারা যায় অথবা বিবাহিত হলেও তার যদি কোন ছেলে সন্তান না থাকে সে ক্ষেত্রে তার স্ত্রী এবং কন্যাদেরকে সম্পত্তির দেওয়ার পরেও কিছু অবশিষ্ট অংশ থেকে যায়। ওই সম্পত্তিতে তার ভাই বোনদের উত্তরাধিকারসূত্রে হক রয়েছে। সাধারণত ভাইবোনদের মধ্যে 2:1 অনুপাতে বন্টন করা হয়ে থাকে। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে যে ব্যক্তি অর্থাৎ যে ভাইয়ের মৃত্যুতে এই উত্তরাধিকার সূত্রে সম্পত্তি বন্টন করা হচ্ছে এই ভাইয়ের আগে যেসব ভাই বোন মারা গিয়েছে তারা এই ক্ষেত্রে কোনো সম্পত্তি পাবে না, তাদের ছেলে মেয়েরা যদি এক্ষেত্রে সম্পত্তির জন্য দাবি করে তাদেরকে বুঝিয়ে দিতে হবে যে, মৃত ওয়ারিশ কখনো উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পায় না; সেটা শুধুমাত্র লাওয়ারিশ প্রথা বাতিলই এর একমাত্র ব্যতিক্রম।
➨ আইন সম্পর্কিত আর্টিকেল পড়তে ভিজিট করুনঃ https://article.legalfist.com
➨ জয়েন করুন ফেসবুক গ্রুপেঃ https://www.facebook.com/groups/legalfist
➨ প্রয়োজনে ই-মেইল করুনঃ tanbir@legalfist.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন