জমি বিক্রির পর সমস্যা হলে দায়-দায়িত্ব কার?

 জমিজমা বিক্রির পর কখনো কখনো উক্ত জমিতে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে যেমন ওই জমির উপর বৈদ্যুতিক তার, সরকারি গ্যাসের লাইন, ড্রেন ইত্যাদি যেতে পারে। এর জন্য কে দায়ী থাকবে বিক্রেতা নাকি নতুন ক্রেতা?

জমি ক্রয়ের পূর্বে জমির শ্রেনী এবং বিক্রির পর শ্রেনীর পরিবর্তন হওয়া থেকে শুরু করে, জমির ধস নামা, জমির কোন পাশ ভেঙে যাওয়া, সরকার অধিগ্রহণ করা সহ যাবতীয় কারনে ক্রয়ের পরে জমির যেকোনো পরিবর্তনের জন্য বিক্রির পরে বিক্রেতার দায় আসলেই কতটুকু?
এ বিষয়সমূহ নিয়েই আজকের আলোচনা।
➨ আইন সম্পর্কিত আর্টিকেল পড়তে ভিজিট করুনঃ https://article.legalfist.com
➨ জয়েন করুন ফেসবুক গ্রুপেঃ https://www.facebook.com/groups/legalfist
➨ প্রয়োজনে ই-মেইল করুনঃ tanbir@legalfist.com

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন