সাধারণত যেকোনো আইনানুগ বিরোধ দেখা দিলেই আমরা আমাদের প্রতিপক্ষকে বলি যে, "I'll see you in court". এই বলে আমরা আদালতের দ্বারস্থ হই। এরপর থেকে শুরু হয় দু'পক্ষের আইনি লড়াই; যা আর্থিক, মানসিক, শারীরিক অবক্ষয় ঘটিয়ে কালের পর কাল ক্ষেপণ করে শেষে চিন্তা করতে বসি আদৌ কি কোন ফায়দা হলো মামলা করে নাকি দু'পক্ষ বসে সমাধান করতে পারতাম? এতে কি সম্পর্কটাও ঠিক থাকতো না? এ বিষয় নিয়েই আজকের আলোচনা।
➨ আইন সম্পর্কিত আর্টিকেল পড়তে ভিজিট করুনঃ https://article.legalfist.com
➨ জয়েন করুন ফেসবুক গ্রুপেঃ https://www.facebook.com/groups/legalfist
➨ প্রয়োজনে ই-মেইল করুনঃ tanbir@legalfist.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন