Cut your coat according to your cloth আয় বুঝে ব্যয় করো; জমি বুঝে বাড়ি করো। আপনার কাপড় যতটুকু সেই অনুপাতে আপনার জামা তৈরি করা উচিত। আপনার জমি যতটুকু ঠিক সেই অনুপাতেই আপনাকে আপনার বাড়ি করা উচিত। জামা তৈরিতে যেমন পুরো কাপড়ের ব্যবহার করা সম্ভব নয়, কিছু কাপড় অবশিষ্ট থেকেই যায় বা নষ্ট হয়ই, তেমনি একটি বাড়ি করতে গেলেও পুরো জায়গার উপর করা সম্ভব হয় না। আপনাকে চারপাশে আলো বাতাসের জন্য এবং আপনার প্রতিবেশীর জন্যও কিছু জায়গা ছেড়ে দিতেই হবে। এটি কিন্তু দয়া নয়, এটি বাধ্যতামূলক। সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন রকম পরিমাণে জমি ছেড়ে দিতে হবে। মূল জমির পরিমাণের উপর নির্ভর করে ৩০ থেকে ৪৭ ভাগ জায়গা ছেড়ে তারপর বাড়ি করতে হবে। বাড়ি করার আগেই পারমিশনের জন্য গেলেই চারপাশে কতটুকু জায়গা ছেড়ে দিতে হবে, সেটি খোঁজ খবর নিয়ে তারপর বাড়ি করা উচিত। কিন্তু, যদি আপনার প্রতিবেশী কেউ উক্ত পরিমাণ জায়গা না ছেড়ে দিয়ে একেবারে আপনার সীমানা ঘেঁষে বা আপনার সীমানায় চলে আসে, তাহলে আপনাকে কি করতে হবে তা নিয়েই আজকের ভিডিও।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
-
চীন, রাশিয়ার মতো যেসব দেশে সমাজতন্ত্র চর্চা করা হয় সেসব দেশে একটা নির্দিষ্ট পরিমাণ সম্পত্তির বেশী মালিক কেউ হতে পারে না। এই আর্টিকেলে আমরা স...
-
মৃত স্ত্রীর সম্পত্তিতে স্বামীর উত্তরাধিকার হচ্ছে দুই শর্তে। প্রথমত, যদি উক্ত স্ত্রীর কোন সন্তান থাকে তাহলে স্বামী পাবে ১/৪ অংশ বা ২৫%। দ্ব...
-
ব্যক্তি জীবনে কোন একটি বিষয়ে যখন পরিবর্তন করা হয় এবং সেটি সকলের অবগতির জন্য ঘোষণা দেওয়ার প্রয়োজন পড়ে, তখন যে লিখিত ডকুমেন্টের মাধ্যমে স...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন